top of page

শুভ নববর্ষ ১৪২৮

Updated: Dec 8, 2024



সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪২৮
শুভ নববর্ষ ১৪২৮

এসো হে বৈশাখ


এসো হে বৈশাখ, এসো এসো।

এসো হে বৈশাখ, এসো এসো।

তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক।

এসো এসো...

এসো হে বৈশাখ, এসো এসো

এসো হে বৈশাখ, এসো এসো


যাক পুরাতন স্মৃতি

যাক ভুলে যাওয়া গীতি

যাক অশ্রুবাষ্প সুদূরে মিলাক

যাক যাক

এসো এসো...

এসো হে বৈশাখ, এসো এসো


মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,

অগ্নি স্নানে শুচি হোক ধরা।

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,

অগ্নি স্নানে শুচি হোক ধরা।

রসের আবেশ রাশি, শুষ্ক করি দাও আসি।

আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ।

আনো আনো, আনো তব প্রলয়ের শাঁখ।

মায়ার কুঁজঝটি জাল যাক দূরে, যাক যাক যাক।

এসো এসো...


এসো হে বৈশাখ, এসো এসো

তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক।

এসো এসো...

এসো হে বৈশাখ, এসো এসো




#শুভ #নববর্ষ #১৪২৮ #শুভনববর্ষ #শুভনববর্ষ১৪২৮ #বাংলানববর্ষ #বাংলা


#ঢাকা , #ঢাকাবিভাগ , #বাংলাদেশ, #চট্টগ্রাম , #সিলেট ,#রাজধানীউন্নয়নকর্তৃপক্ষ ( #রাজউক ) ,#চট্টগ্রামউন্নয়নকর্তৃপক্ষ #সিডিএ

Kommentare


bottom of page